নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিবিদ এবং তামিলগা ভেট্রি কাজাগাম (TVK) দলের প্রধান বিজয়-এর একটি জনসভায় আজ পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলার কারণে এই জনসভায় শিশুসহ বহু মানুষ অজ্ঞান হয়ে পড়ে। অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবারের এই সমাবেশে বিজয় যখন বক্তব্য রাখছিলেন, তখন হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বেশকিছু দলীয় কর্মী এবং শিশুসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি নজরে আসতেই অন্যান্য সমর্থকরা হইচই শুরু করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/BUlW6x42r4OLWRZsz9p3.jpg)
এরপর পরিস্থিতি সামাল দিতে বিজয় নিজেই তার প্রচার বাসের উপর থেকে উপস্থিত জনতার দিকে জলের বোতল ছুঁড়ে দেন এবং তাত্ক্ষণিক বক্তব্য থামিয়ে দেন।
এরপর অসুস্থদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। পরিস্থিতি বুঝতে পেরেই বিজয় তার পূর্ব নির্ধারিত সময়ের আগেই বক্তৃতা শেষ করে দেন। বিজয়ের রাজনৈতিক কেরিয়ারের শুরুতে তাঁর প্রতি জনতার বিপুল আগ্রহ থাকলেও, এই বিপুল ভিড় সামলাতে কর্তৃপক্ষের দুর্বল ব্যবস্থাপনার বিষয়টি সামনে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us