/anm-bengali/media/media_files/IA6Eou0cJNzY9wn2EAUG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আইপিএল চ্যাম্পিয়নদের সম্বর্ধনা জানাতে গিয়ে ইতিমধ্যেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। চ্যাম্পিয়নদের একঝলক দেখার জন্যে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। আর আহত অসংখ্য। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
/anm-bengali/media/media_files/2025/06/04/hDzC8fqNxVrDUP1WxNWS.png)
এদিন তিনি টুইট করে লেখেন, “চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে আজকের দুর্ভাগ্যজনক ঘটনায় আহত এবং শোকাহতদের সাথে দেখা করতে বাউরিং হাসপাতাল পরিদর্শন করেছি। এই কঠিন মুহূর্তে তাদের যন্ত্রণা দেখে এবং ক্ষতিগ্রস্তদের অভিজ্ঞতা শুনে আমি দুঃখিত। আমি তাদের সর্বোত্তম চিকিৎসা সেবা এবং সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছি এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের গর্ব এবং আবেগ সর্বদা আনন্দ বয়ে আনুক, ঝুঁকি নয়। জীবন সর্বোপরি। আমি সকলকে নিরাপদে থাকার এবং নিরাপদে বাড়ি পৌঁছানোর আহ্বান জানাই”।
Karnataka Deputy CM DK Shivakumar tweets, "Visited Bowring Hospital to meet those injured and the bereaved in today’s unfortunate incident near Chinnaswamy Stadium. Saddened to witness their pain and speak to the victims during these difficult moments. I assured them of the best… pic.twitter.com/hPr2W27PRy
— ANI (@ANI) June 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us