বেঙ্গালুরুতে পদদলিত ১১: এবার বিশাল বিবৃতি এল আরসিবি-এর তরফে

এবার বিশাল বিবৃতি এল আরসিবি-এর তরফে।

author-image
Aniket
New Update
virat kohli rcb  q

File Picture

নিজস্ব সংবাদদাতা: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরুতে পদদলিত হওয়ার ঘটনায় এবার বিবৃতি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, "আজ বিকেলে দলের আগমনের প্রত্যাশায় বেঙ্গালুরু জুড়ে জনসমাগমের ঘটনায় গণমাধ্যমের প্রতিবেদনে যে দুর্ভাগ্যজনক ঘটনা প্রকাশিত হয়েছে তাতে আমরা গভীরভাবে মর্মাহত। সকলের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  আরসিবি প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছে। পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পরপরই, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্মসূচি পরিবর্তন করেছি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করেছি। আমরা আমাদের সকল সমর্থকদের নিরাপদে থাকার জন্য অনুরোধ করছি"।