New Update
/anm-bengali/media/media_files/6cvsuiDxTFX0GXkrbvZi.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ব্লকবাস্টার সাফল্য লাভ করেছে সানি দেওয়লের ছবি ‘গদর ২’। বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। আর এই আবহে অবশেষে ঘুচল তিক্ততা। দীর্ঘদিনের তীক্ত সম্পর্কে ইতি টানলেন শাহরুখ খান।
সম্প্রতি এক ‘আস্ক এসআরকে’ সেশনে শাহরুখ খানকে তাঁর এক অনুরাগী জিজ্ঞেস করেন সানি দেওয়ালের ছবি সম্পর্কে। তিনি লেখেন, ‘গদর ২’ দেখলেন আপনি?’ তাঁর উত্তরে শাহরুখ লেখেন, ‘হ্যাঁ, খুব ভালো লেগেছে!!’ আর এরপরই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়। সবাই বলছেন, ‘গদর ২’ তাহলে পুরনো বন্ধুত্বও ফিরিয়ে দিল।
Yeah loved it!! https://t.co/Hd6hc6hi8Q
— Shah Rukh Khan (@iamsrk) August 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us