পাকিস্তানী হামলায় আফগান ক্রিকেটারদের মৃত্যু ! পাকিস্তানকে কড়া আক্রমণ করলেন শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে

কি বললেন শ্রীকান্ত শিন্ডে ?

author-image
Debjit Biswas
New Update
SHINDE

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও মন্তব্য করলেন শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে। তিনি পাকিস্তানের এই ধরনের আচরণকে স্বভাবগত হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন,''পাকিস্তান এমনটাই করে থাকে। ভারতের সঙ্গেও পাকিস্তান এটাই করে। কি করেই বা তারা অন্য দেশের সাথে এটা করা থেকে বিরত থাকবে ? এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।"

shinde