/anm-bengali/media/media_files/EZkwRS5wFDZ5svNiNa6f.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাম ভক্তের উন্মাদনা গোটা দেশ জুড়ে। শ্রীরামকে সাজানোর জন্যে বিভিন্ন ধরনের সামগ্রী আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা বলে কথা, স্বাভাবিক ভাবেই ভক্তকূলে উন্মাদনা তুঙ্গে। কীভাবে ভগবান রামকে সাজানো যায়, তাঁর এতোটুকুও খামতি রাখতে চাইছেন না কেউই। এমনই এক ভক্ত আসছেন সুদূর তেলেঙ্গানা থেকে।
ভাবতে গেলে তেলেঙ্গানা দেশের মধ্যেই, বেশি তো দূর নয়। তবে সেই পথ যদি পায়ে হেঁটে অতিক্রম করা হয় তাহলে তা অনেকখানি। সেই পথই পায়ে হেঁটে অতিক্রম করবেন ৬৪ বছর বয়সী ব্যক্তি, চল্লা শ্রীনিবাস শাস্ত্রী। তিনি ৭ হাজার ২০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন পায়ে হেঁটে। কারণ - রাম মন্দিরের 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানে তার সাথে আসছে ভগবান রামের 'চরণ পাদুকা'।
#WATCH | Telangana: A 64-year-old man, Challa Srinivas Sastry from Hyderabad embarked on a 7,200-kilometre padayatra to Ayodhya carrying Khadaun 'charan paduka' with him ahead of the 'Pran Pratishtha' ceremony of the Ram Temple. (09.01) pic.twitter.com/J8hQg6hBcS
— ANI (@ANI) January 10, 2024
এবিষয়ে চল্লা শ্রীনিবাস শাস্ত্রী জানিয়েছেন, “আমি 8 কেজি রৌপ্য ব্যবহার করে এই 'চরণ পাদুকা' তৈরি করেছি এবং এর ওপর সোনার প্রলেপ দেওয়া হয়েছে। আমি সেই পথে হাঁটছি যা ভগবান রাম অযোধ্যা থেকে রামেশ্বরে হেঁটেছিলেন। আমার লক্ষ্য ১৫ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছানো। আমি ১৬ জানুয়ারী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে এই 'চরণ পাদুকা' তুলে দেব। ২২ জানুয়ারি রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্টা' অনুষ্ঠানের আগে অযোধ্যা সফর করতে পেরে সত্যিই আমি ভীষণ উচ্ছ্বসিত”।
#WATCH | Challa Srinivas Sastry says "...I have made this 'charan paduka' using 8 kg silver and got it coated with gold...I am walking on the route which Lord Ram took from Ayodhya to Rameshwar. My target is to reach Ayodhya on January 15th. I will hand over this 'charan paduka'… pic.twitter.com/XijQs2g0xT
— ANI (@ANI) January 10, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us