পুরীর নতুন চমক, ‘শ্রী মন্দির পরিক্রমা’

জগন্নাথ হেরিটেজ করিডোর প্রকল্প নামেও পরিচিত।

New Update
CMO_Odisha-1-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নতুন রূপে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। ইতিমধ্যেই সেখানে 'শ্রী মন্দির পরিক্রমা' সম্পন্ন হয়েছে; যা জগন্নাথ হেরিটেজ করিডোর প্রকল্প নামেও পরিচিত। ইতিমধ্যেই সেই প্রকল্পের কাজ সম্পন্ন করে তা মন্দির কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। খুব তাড়াতাড়ি জগন্নাথ হেরিটেজ করিডোর প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠান হতে চলেছে।

এদিন সেই সংক্রান্ত বিষয়েই পুরীর তৎকালীন রাজা, গজপতি মহারাজ দিব্যসিংহ দেব বলেন, “কোভিডের কারণে কিছুটা বিলম্ব হয়েছিল। কিন্তু এখন এটি প্রস্তুত এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি, সেখানে পুরো প্রকল্পের 'প্রতিষ্ঠা যজ্ঞ' এবং 'লোকর্পণ' হতে চলেছে। ১৭ তারিখে, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রকল্পের ফলক উন্মোচন করবেন এবং 'পূর্ণাহুতি' হবে। এর পরে, 'শ্রী মন্দির পরিক্রমা' সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে”।

যা জানা যাচ্ছে, এই প্রকল্পের মধ্যে রয়েছে পার্কিং স্থান, শ্রী সেতু, তীর্থস্থান, তীর্থযাত্রীদের চলাচলের সুবিধার্থে একটি নতুন রাস্তা, টয়লেট, ক্লক রুম, বৈদ্যুতিক কাজ এবং দর্শনার্থীদের জন্যে আরও অনেক সুবিধা।

 

hiren