/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ভারত প্রসঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হারিনি অমরসূরিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক নিয়ে বেশকিছু বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন,''১৯৯৮ সালে স্বাক্ষরিত ভারত-শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি (India-Sri Lanka Free Trade Agreement বা ISFTA) দুই দেশের অর্থনীতির জন্যই এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এবার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি (Economic and Technological Cooperation Agreement বা ETCA) উভয় দেশের জন্য পারস্পরিকভাবে লাভজনক হবে। তাই বিষয়ে আলোচনা শুরু করা উচিত।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
এরপর তিনি আরও বলেন,''ভারত এখন 'বিকশিত ভারত' (Viksit Bharat) লক্ষ্যের অধীনে নিজেকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তাই শ্রীলঙ্কা এখন ভারতের পরিপূরক বা সহকারী উৎপাদন কেন্দ্র (Complementary Production Base) হিসেবে কাজ করতে পারে।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us