/anm-bengali/media/media_files/vcr37zmXMm048I1ktJwQ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের ফোন হ্যাকের চেষ্টা! মোদী সরকারের নজরদারি! সকাল থেকে শোরগোল জাতীয় রাজনীতিতে। বিরোধী শিবির থেকে একের পর এক অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে কেন্দ্রকে। দেরিতে হলেও এবার আসরে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি বলেন, ''শোনা যাচ্ছে, যারা ক্ষমতায় আছে তারা এখন বিরোধীদের ফোনে গোয়েন্দাগিরি করছে। বিরোধীদের কথা না শুনলেও ক্ষমতায় যারা আছেন তারা অন্তত 'জনগণের কন্ঠস্বর' শুনুক। তাহলে ভালো হবে। তাহলে কিছুটা হলেও উন্নতির সুযোগ পাবেন এবং তারপরে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, ভগ্ন আইন ও স্বাস্থ্য ব্যবস্থা, নারী নির্যাতন, Youth Fury of; দরিদ্র, দলিত, বঞ্চিত, কৃষক, শ্রমিকদের শোষণ; জাতি শুমারি এবং সামাজিক ন্যায়বিচারের মতো জ্বলন্ত বিষয় নিয়ে কিছু ইতিবাচক কাজ করা যেতে পারে।কেন জানি না, তবে এমনও শোনা যাচ্ছে যে তার নিজের দলের সদস্যরা এই গুপ্তচরবৃত্তিকে বেশি ভয় পায়।যারা ক্ষমতায় আছে তারা তাদের কাজ করুক, শুনবে না!'
सुना है सत्ताधारी अब विपक्षियों के फ़ोन की जासूसी करवा रहे हैं। विपक्ष की बात सुनने से ज़्यादा अच्छा तो ये है कि सत्ताधारी ‘जनता की आवाज़’ सुन लें तो कम-से-कम उन्हें सुधार का कुछ मौका मिल जाए और फिर महंगाई, भ्रष्टाचार, बेरोज़गारी, ध्वस्त क़ानून व स्वास्थ्य व्यवस्था, महिला अपराध,…
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 31, 2023
/anm-bengali/media/post_attachments/mwx2LDDnbdk9Pa5869U4.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us