/anm-bengali/media/media_files/2025/12/10/screenshot-2025-12-10-8-pm-2025-12-10-21-57-24.png)
নিজস্ব সংবাদদাতা: লোকসভায় ভারতের বৃহৎ স্টেশন পুনর্নির্মাণ প্রকল্প নিয়ে কথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, ট্রেন চলাচল ও যাত্রীর নিরাপত্তা বজায় রেখে স্টেশনগুলোর উন্নয়ন করা একটি অত্যন্ত জটিল কাজ। তাই এ ধরনের প্রকল্পের সময়সীমা সাধারণত ৫ থেকে ৮ বছর পর্যন্ত লাগে।
/anm-bengali/media/post_attachments/0ea4b5f8-2f7.png)
বৈষ্ণব বলেন, “যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রেন পরিষেবা যাতে ব্যাহত না হয়, তা দেখতে হয়। বিশ্বজুড়ে বার্লিন ও সিডনি স্টেশনের মতো উদাহরণ আছে। আমাদের ক্ষেত্রেও ভালো ফল মিলছে। ইতোমধ্যে ১৬০টি স্টেশন উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে এবং এই ধারায় দেশব্যাপী কাজ চলছে।” তিনি আরও উল্লেখ করেন, দেশের রেল পরিষেবা আধুনিকীকরণের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
Speaking on India's mega station redevelopment program in the Lok Sabha, Union Railway Minister Ashwini Vaishnaw says, "The development of stations while the traffic is going on is a very, very complex task because we have to look at the safety of the passengers, we have to look… pic.twitter.com/mfXk9zk1sG
— ANI (@ANI) December 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us