রাজ্য সরকারের অন্দরে শুরু সংঘাত?

কর্ণাটকে শুরু জল্পনা। করা হয়েছে চাঞ্চল্যকর মন্তব্য। কংগ্রেসে সংঘাত? উঠছে প্রশ্ন।

author-image
Pritam Santra
New Update
karnataka

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে কংগ্রেস সরকার গঠনের এক মাসও হয়নি এবং সংঘাত শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন। মুখ্যমন্ত্রী পদের নাম ঘোষণার জন্য কংগ্রেস হাইকমান্ডকে বেশ কয়েকদিন কঠোর পরিশ্রম করতে হয়েছিল, কিন্তু এখন আবার হইচই শুরু হয়েছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ও দলিত নেতা ডঃ জি পরমেশ্বরের 'দলিত মুখ্যমন্ত্রী' নিয়ে মন্তব্য আলোড়ন সৃষ্টি করেছে। পরমেশ্বর এই বলে রাজনৈতিক আলোড়ন বাড়িয়ে ছেন যে রাজ্যে কোনও 'দলিত মুখ্যমন্ত্রী' থাকবে না। পরমেশ্বর আরও দাবি করেছেন যে কর্ণাটক কংগ্রেস সরকারে সবকিছু ঠিক ঠাক নেই। আম্বেদকর ভবনে বিভিন্ন দলিত সম্প্রদায় আয়োজিত একটি তফসিলি জাতি সভায় পরমেশ্বর বলেন, "আমি যখন কর্ণাটক কংগ্রেসের রাজ্য সভাপতি ছিলাম, তখন ২০১৩ সালে দলকে ক্ষমতায় এনেও মুখ্যমন্ত্রী হতে পারিনি। তবে আমার নেতৃত্বে দল সাফল্য অর্জন করেছে। তা সত্ত্বেও কেউ আমাকে কৃতিত্ব দেয়নি। এমনকি কৃতিত্ব নেওয়ার চেষ্টাও করিনি।"