উত্তরপ্রদেশে কফ সিরাপ পাচার রোধে বিশেষ তদন্তকারী দল গঠন

কোডিনযুক্ত কফ সিরাপের অবৈধ বিক্রি ও মজুত বন্ধে সরকারের কড়া পদক্ষেপ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে কোডিনযুক্ত কফ সিরাপের অবৈধ বিক্রি, মজুত ও পাচারের ঘটনা রোধে রাজ্য সরকার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। এসব অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে এবং পাচারচক্র ভাঙতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্তকারী দলের সদস্যদের মধ্যে থাকছেন আইন-শৃঙ্খলা শাখার আইজিপি এল আর কুমার, এসএসপি (এসটিএফ) সুশীল ঘুলে চন্দ্রভান এবং ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী কমিশনার (হেডকোয়ার্টার্স) অখিলেশ কুমার জৈন। রাজ্যের বিভিন্ন জেলায় কোডিনসমৃদ্ধ কফ সিরাপের অবৈধ মজুত ও পাচারের মাধ্যমে অপরাধচক্র সক্রিয় হয়ে উঠছে বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। নতুন তদন্তকারী দল দ্রুত নজরদারি, অভিযান এবং আইনি ব্যবস্থা জোরদার করবে বলে জানা গেছে। প্রশাসনের আশা, এই পদক্ষেপের মাধ্যমে কফ সিরাপ পাচার ও এর অবৈধ ব্যবসা ব্যাপকভাবে কমবে এবং রাজ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।