BREAKING : যুদ্ধবিরতি লঙ্ঘন করলে বিনাশ ঘটবে পাকিস্তানের ! বড় মন্তব্য করলেন হেভিওয়েট নেতা

কি বললেন সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ ?

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। তিনি বলেন,''যুদ্ধবিরতি অবশ্যই ভালো, কারণ যুদ্ধ শুধুই ধ্বংস ডেকে আনে। তবে এই যুদ্ধের সঙ্গে আত্মসম্মান এবং দেশের সম্মানও সমানভাবে জড়িত। পাকিস্তান এখন যেভাবে দম্ভ দেখাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক।”

Awadhesh Prasads1.jpg

 এরপর তিনি বলেন,''আশা করবো পাকিস্তান যেন এইবার যুদ্ধবিরতির সম্মান রক্ষা করে। কারণ এইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করলে সম্পূর্ণ বিনাশ ঘটবে পাকিস্তানের।''