নিজস্ব সংবাদদাতা: ঔরঙ্গজেব সম্পর্কে বিতর্কিত বক্তব্যের মামলায় আবু আজমিকে তদন্তের জন্য কর্মকর্তার সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগে জানা গিয়েছিল যে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমি আজ তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হবেন না। তিনি দেশের বাইরে আছেন এবং দুই দিন পরে ফিরে আসবেন। এই তথ্য দিল মুম্বাই পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/03/05/XLz3q9ejTsX0OjD63Cu3.jpg)
তবে লেটেস্ট আপডেট অনুযায়ী, মুম্বাই পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমি আজ তদন্ত কর্মকর্তার সামনে হাজির হবেন।