বিমান বাহিনীর জেট থেকে কিছু একটা এসে আঘাত হানে বাড়িতে, ধ্বংস হয়ে যায় একটি ঘর ! একি ঘটনা ঘটলো মধ্য প্রদেশে

এ কি ঘটনা ঘটলো মধ্য প্রদেশে ?

author-image
Debjit Biswas
New Update
blast

নিজস্ব সংবাদদাতা : আজ সকালে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো মধ্য প্রদেশের,পিচোরের,ঠাকুর বাবা কলোনি। আজ সকাল ১১টা নাগাদ, আকাশ থেকে কিছু একটা বস্তু এসে আঘাত হানে, ঠাকুর বাবা কলোনিতে স্থিত মনোজ সাগরের বাড়িতে। যারফলে মনোজ সাগরের একটি ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, এবং অন্য একটি ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে স্থানীয় এসপি আমন সিং রাঠোর জানান, “এই ঘটনার সময় একটি বিমান বাহিনীর জেট উড়ে যাচ্ছিল, সম্ভবত ওই বিমান থেকেই কিছু একটা এসে পড়েছে।”

AMAN SINGH RATHOR

এরপর তিনি আরও জানান,''ক্ষতিপূরণ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত কালেক্টরের আওতায় পড়ে এবং এক্ষেত্রেও তিনিই নির্ধারণ করবেন যে কীভাবে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হবে।”