বর্ষা বিদায়! এবার পালা শীতের

বর্ষাকাল শেষ। দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর বিদায় বেলায় ফের বদল আসতে চলেছে আবহাওয়ায়। এবার পালা শীতকে স্বাগত জানানোর।

author-image
Pallabi Sanyal
New Update
as

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বর্ষার আমেজে আসছে বদল। শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায়। দিল্লি থেকেও বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষা এবার দেরিতে এসেছে। তবে রাজধানীতে ভালোই বৃষ্টিপাত হয়েছে। আইএমডি প্রদত্ত তথ্য অনুসারে, দিল্লিতে বৃষ্টিপাত হয়েছে ৬৬০.৮ মিমি। স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে একটু বেশি।  ৬৫৩.৬ মিমি বৃষ্টিপাত হলে বলা হয় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে বর্ষার আগমন ঘটে ২৭ জুন। বর্ষা বিদায় শুরু হয় ২৫ সেপ্টেম্বরের মধ্যে। আবহাওয়া অফিস জানিয়েছে, জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ অঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশের অবশিষ্ট অংশ থেকে বর্ষা বিদায়ের জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠছে; মধ্যপ্রদেশের আরও কিছু অংশ সহ আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজস্থানের অবশিষ্ট অংশ এবং গুজরাটের কিছু অংশ থেকে বিদায় নেবে বর্ষা।

hiren