New Update
/anm-bengali/media/media_files/PAwwBGyhgcjpbJIqGYLi.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ মাদুরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল দক্ষিণ রেল। এছাড়া, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে দক্ষিণ রেল।
শনিবার সকালে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের সঙ্গে যুক্ত একটি 'প্রাইভেট পার্টি কোচে' আগুন লাগে এবং কর্মকর্তারা জানিয়েছেন, বগির ভিতরে যাত্রীদের অবৈধভাবে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পরে আগুনের সূত্রপাত হয়। ট্রেনে আগুন লেগে নয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।
দক্ষিণ রেল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ও রেলআইনের বিভিন্ন ধারায় ফৌজদারি মামলা দায়ের করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us