অমিত শাহ গণতন্ত্র-বিরোধী মানুষ,SIR-এর পিছনে ওনার মাথাই কাজ করছে ! এবার অমিত শাহকে নিশানা করলেন সৌগত রায়

কেন অমিত শাহকে নিশানা করলেন সৌগত রায় ?

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : 'এসআইআর' (Special Intensive Revision) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের পিছনে শুধুমাত্র অমিত শাহ-র মাথা কাজ করছে,আজ এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ প্রথমে মমতা ব্যানার্জির প্রশংসা করে তিনি বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো। তিনি যা বলেন, সেটাই দলের কণ্ঠস্বর।"

sougata royw2.jpg

এরপর অমিত শাহ-কে নিশানা করে তিনি বলেন,''আমরা অমিত শাহকে একজন গণতন্ত্র-বিরোধী ব্যক্তি বলে মনে করি। আমরা বিশ্বাস করি যে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে 'এসআইআর' (SIR) প্রক্রিয়া চলছে, তার পিছনে একমাত্র তিনিই রয়েছেন।"