সংসদের বাইরে সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়, বিজেপি বরং দূষণ নিয়ে ভাবুক ! ই-সিগারেট বিতর্কে মহুয়ার পাশে সৌগত রায়

কি বললেন সৌগত রায় ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
sougata roywq.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার সিগারেট বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়। তিনি বলেন,''কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। হাউসের ভেতরে সিগারেট খাওয়া নিষিদ্ধ, কিন্তু হাউসের বাইরের খোলা জায়গায় সিগারেট খাওয়ায় কোনও আপত্তি নেই। বিজেপি সরকারের আমলে দিল্লিতে দূষণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই ধরনের অভিযোগ করার পরিবর্তে বিজেপির এই দিকে মনোযোগ দেওয়া উচিত।"

sougata royw1.jpg

এরপর তিনি আরও বলেন,''নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত পিভিযোগ থেকে মুখ ঘোরাতে বিজেপি এসব মন্তব্য করে। দুঃখের বিষয় মিডিয়াও বিজেপির সাথে তালে তাল মিলিয়ে এসব আলোচনাকে প্রশ্রয় দেয়।''