মনিপুর নিয়ে বার্তা সোনিয়ার

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী মণিপুরে শান্তির আবেদন জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।

author-image
Poulami Samanta
New Update
Breaking News

 নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন; সেখানে  তিনি বলেন, "...অভূতপূর্ব সহিংসতা যা আপনার রাজ্যে (মণিপুর) মানুষের জীবনকে ধ্বংস করেছে এবং হাজার হাজার জীবন উপড়ে ফেলেছে  এবং তা আমাদের জাতির বিবেকে গভীর ক্ষত তৈরি করেছে...  আমাদের নির্বাচিত পথ  যদি নিরাময়ের হয়ে তাহলে আমাদের  সন্তানেরা একটি সুস্থ ভবিষ্যৎ সমাজের  উত্তরাধিকারী হবে..."