মহিলা সংরক্ষণ বিল: কংগ্রেসের সমর্থনের ঘোষণা সোনিয়া গান্ধীর

বহু বছর ধরে সংসদে নারী সংরক্ষণ আইনে পরিণত হওয়ার অপেক্ষায় থাকা এই বিলটি আবার সংসদের মুখ দেখার সুযোগ পেয়েছে। জানেন এই নিয়ে কী বললেন সোনিয়া গান্ধী?

author-image
SWETA MITRA
New Update
soniaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটল, আজ বুধবার সংসদে দাঁড়িয়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। মহিলা সংরক্ষণ বিল নিয়ে সোনিয়া গান্ধী বলেন, "আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী মহিলা সংরক্ষণ বিল নিয়ে এসেছিলেন। রাজীব গান্ধীর স্বপ্ন এখনও পর্যন্ত মাত্র অর্ধেক পূরণ হয়েছে। এই বিল পাস হলে তাঁর স্বপ্ন পূরণ হবে। একটি বিষয় নিয়ে আমিও উদ্বিগ্ন। আমি একটা প্রশ্ন করতে চাই, এই আইনের জন্য নারীদের আর কত বছর অপেক্ষা করতে হবে? এই বিলটি অবিলম্বে কার্যকর করা উচিত, তবে একই সাথে সরকারের উচিত জাতিগত আদমশুমারি পরিচালনা করে এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণের ব্যবস্থা করা। বিলের আওতায় আনা হোক ওবিসিদের। কংগ্রেসই এই বিল নিয়ে প্রথম উদ্যোগী হয়েছিল। এই বিলে আমাদের সমর্থন রয়েছে।“  

সদের চলমান বিশেষ অধিবেশনে আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নতুন সংসদ ভবনটি আনুষ্ঠানিকভাবে "ভারতের সংসদ" হিসাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নতুন সংসদে প্রথম যে বিলটি উত্থাপিত হয়েছিল তা হ'ল মহিলা সংরক্ষণ বিল। সরকার লোকসভায় সংবিধান (১২৮ তম সংশোধনী) বিল, ২০২৩ অর্থাৎ নারী শক্তি বন্দনা আইন উত্থাপন করে। বহু বছর ধরে সংসদে নারী সংরক্ষণ আইনে পরিণত হওয়ার অপেক্ষায় থাকা এই বিলটি আবার সংসদের মুখ দেখার সুযোগ পেয়েছে। আজ লোকসভায় নারী শক্তি বন্দনা আইন নিয়ে আলোচনা হচ্ছে। সংসদের নিম্নকক্ষ, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণের জন্য মঙ্গলবার লোকসভায় ঐতিহাসিক 'নারী শক্তি বন্দনা বিল' উত্থাপন করেছে সরকার।