নিজস্ব সংবাদদাতা: মেঘালয়ের সোহরা অঞ্চলে মধুচন্দ্রিমায় ঘুরতে এসে স্বামীকে হত্যার ষড়যন্ত্রে নিজের প্রেমিক ও ভাড়াটে খুনিদের সহায়তা নেওয়ার অভিযোগে এবার স্ত্রী সোনমকে গ্রেফতার করল পুলিশ। ১৭ দিন নিখোঁজ থাকার পর সোনমকে গ্রেফতার করে ইউপি পুলিশ।
সোনমের গ্রেফতারের পরই সামনে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। পুলিশ জানিয়েছে, সোনম মধ্যপ্রদেশের রাজ কুশওয়াহা নামক এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। সেই প্রেমিকের সহায়তায়, তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন এবং এই কাজে ভাড়া করেন কন্ট্রাক্ট কিলারদের।
গত ২৩ মে রাজা ও সোনম মেঘালয়ে ঘুরতে যান এবং সেই দিনই নিখোঁজ হন। ২ জুন রাজার মৃতদেহ একটি গভীর খাদে পাওয়া যায়। স্কুটারটি পড়ে ছিল কাছের সোহরারিম এলাকায়, চাবিসহ।
/anm-bengali/media/media_files/2025/06/07/WbFAuF7c8gTicCcfOYBK.JPG)
একজন স্থানীয় পর্যটন গাইড পুলিশকে জানান, নিখোঁজ হওয়ার দিন দম্পতিকে আরও তিনজন পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল। এই তথ্য তদন্তে বড় সাহায্য করে।
ঘটনার পর সোনম গাজিপুরে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পুলিশ তার অবস্থান শনাক্ত করে এবং গ্রেফতার করে। বর্তমানে সে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে রয়েছে এবং মেঘালয় পুলিশের দল তাকে হেফাজতে নিতে যাচ্ছে।