New Update
/anm-bengali/media/media_files/2025/07/12/sonali-mishra-2025-07-12-14-23-50.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এক গুরুত্বপূর্ণ পদক্ষেপে, বিজেপি সরকার ১৯৯৩ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার সোনালী মিশ্র-কে রেল সুরক্ষা বাহিনীর (RPF) নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ করেছে। তিনি মনোজ যাদব-এর স্থলাভিষিক্ত হবেন, যিনি আগামী ৩১ জুলাই অবসর নিতে চলেছেন।
/anm-bengali/media/post_attachments/ImgNewsPolitical/240629063446682-876430.png)
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশসেবায় নিয়োজিত সোনালী মিশ্র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সিবিআই (CBI) ও বিএসএফ (BSF)-এর মতো কেন্দ্রীয় সংস্থায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি মধ্যপ্রদেশে স্পেশাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে কর্মরত। এই অভিজ্ঞ আইপিএস আধিকারিকের নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিবাচক সাড়া মিলেছে। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও কৌশলগত দক্ষতা রেল সুরক্ষা বাহিনীকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us