New Update
/anm-bengali/media/media_files/9laMBY2QTHXft9w3AoRh.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: জন্মদাত্রী মাকে টানা কয়েক বছর ধরে ধর্ষণ (Rape) করে গিয়েছে ছেলে। অভিযোগ, মাকে আত্মহত্যা (Suicide) করতেও প্ররোচনা দিয়েছে সে। চার বছর আগের সেই মামলায় এবার রায় দিলো হরিয়ানার দায়রা আদালত (Haryana Court)। বিচারকের পর্যবেক্ষণ, যে ছেলের মাকে ছাতার মতো সুরক্ষা দেওয়া উচিত সে পশুর মতো আচরণ করেছে। ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় ওই ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের (Jail) সাজা দিল আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা (Penalty) ধার্য করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us