/anm-bengali/media/media_files/knyrlz8wDBZsyYatAjDu.jpg)
নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো। শনিবার সম্মেলনের প্রথম দিন। বৈঠকের দরুণ ব্যস্ত প্রেসিডেন্ট। সেই সুযোগে আগ্রায় তাজমহলে ঘুরে এলেন তার ছেলে ও পুত্রবধূ।উইডোডোর ছেলে কায়েসাং পাঙ্গারেপ এবং পুত্রবধূ ইরিনা গুডোনোকে মার্বেলের বেঞ্চে বসে তাদের দলের সাথে সুন্দর স্মৃতিস্তম্ভের সামনে পোজ দিতে দেখা গেছে।কায়েসাংইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির তৃতীয় এবং কনিষ্ঠ সন্তান। তিনি একজন উদ্যোক্তা ও ইউটিউবারও। উইডোডোর ছেলে সিঙ্গাপুরের এসিএস ইন্টারন্যাশনাল থেকে স্নাতক হয়েছেন এবং ইন্দোনেশিয়ান ব্যবসায়ী এরিক থোহিরের সাথে লিগা ২ ফুটবল ক্লাব পার্সিস সোলোর মালিক।গত বছর ডিসেম্বরে এক জমকালো অনুষ্ঠানে ইরিনা গুডোনোকে বিয়ে করেন তিনি।
#WATCH | Uttar Pradesh | Indonesian President Joko Widodo's son Kaesang Pangarep and his wife Erina Gudono visit the Taj Mahal in Agra. pic.twitter.com/e0IjSFDugR
— ANI (@ANI) September 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us