জলে ভেসে গেল বাবা ও ছেলে

জম্মু ও কাশ্মীরে উধমপুর জেলার রামনগরের পাঞ্জগ্রাইনে প্রবল বর্ষণে ফুলে ওঠা কুঞ্জ নালায় ভেসে গেছে বাবা-ছেলে; অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

author-image
Poulami Samanta
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা : ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে জম্মু ও কাশ্মীরের ধানের জমি এবং অন্যান্য অনেক এলাকা তলিয়ে গেছে। উধমপুরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ভূমিধসের কারণে বন্ধ গতকাল থেকেই।  এরই মধ্যে নদীর জলে তলিয়ে গেল দুই ব্যক্তি। সূত্র অনুসারে জানা গিয়েছে যে তারা বাবা ও ছেলে।  ঘটনাটি ঘটে উধমপুর জেলার রামনগরের পাঞ্জগ্রাইনে প্রবল বর্ষণে ফুলে ওঠা কুঞ্জ নালায়। ওনাদের অনুসন্ধানের জন্য উদ্ধারকার্য  চালানো হচ্ছে।  বিস্তারিত আসছে