/anm-bengali/media/media_files/tvUvfXkYVU2L7E39twCm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : আগামীকাল থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন নতুন পার্লামেন্ট ভবনে উত্তোলিত হল জাতীয় পতাকা। বিরোধীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেই অনুষ্ঠানে গড়হাজির ছিলেন কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে। এবার এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ঝাঁসিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন,"আজ একটি শুভ দিন। দেশের সংসদ দেশের গর্ব। আপনি যে পতাকার কথা বলছেন সেই পতাকার জন্য বহু মানুষ এবং আমাদের সৈন্যরা প্রাণ দিয়েছিলেন।একজন নাগরিক হিসেবে আমরা যদি সংসদে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ পাই তা হবে আমাদের জন্য গর্বের বিষয়। কেন কংগ্রেস এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল না তার উত্তর গান্ধী পরিবারের কাছে রয়েছে, আমার কাছে নেই।''
#WATCH | Jhansi, UP: On Congress president Mallikarjun Kharge skipping the flag hoisting event at the new Parliament building, Union Minister Smriti Irani says, "Today is an auspicious day. The nation's Parliament is the pride of the country. The national flag which you talk… pic.twitter.com/x2p4SizJpz
— ANI (@ANI) September 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us