সংস্কৃতি ও নৈতিকতার সীমা ছাড়িয়ে গেছে কংগ্রেস ! এবার কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠলেন স্মৃতি ইরানি

কি বললেন স্মৃতি ইরানি ?

author-image
Debjit Biswas
New Update
smriti irani edit .jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ওনার প্রয়াত মায়ের বিরুদ্ধে বিহারের একটি রাজনৈতিক সভা থেকে যেসমস্ত  আপত্তিকর মন্তব্য করা হয়, তার বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন,''প্রধানমন্ত্রীর পদ আমাদের দেশের সাংবিধানিক মর্যাদার প্রতীক। এটি দেশের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার একটি প্রতিফলন। যেকোনও মানুষের মাকে সম্মান করাই আমাদের দেশের সংস্কৃতি। রাজনৈতিক মতপার্থক্য এতটাও হওয়া উচিত নয়, যে তা দেশের সংস্কৃতি ও নৈতিকতার সীমা ছাড়িয়ে যায়।''

hasina sonia rahul.jpg