ভারতের অর্থনীতি, মোদীকে নিয়ে মোড় ঘোরানো বার্তা স্মৃতি ইরানির

প্রধানমন্ত্রী মোদীকে বিরাট মন্তব্য করলেন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি।

New Update
,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিসুন্ডিতে এলপিজি বটলিং প্ল্যান্টের উদ্বোধনের পর আমেঠির বিজেপি সাংসদ স্মৃতি ইরানি বলেন, "প্রধানমন্ত্রী মোদী আমেঠিতে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের সম্প্রসারণ করেন। ১৬০ কোটি টাকার বাজেটে এই প্ল্যান্টের ক্ষমতা তার মূল ক্ষমতার ছয় গুণে উন্নীত করা হয়েছে। স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা ও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী মোদীর এটি আরেকটি প্রশংসনীয় পদক্ষেপ। ২০১৯ থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমেঠির এক লক্ষেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ী ১৬০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের সুবিধাভোগী হয়েছেন। একই সময়ে কৃষকরা ৪৫০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ থেকে উপকৃত হয়েছেন।" 

hire