হু হু করে স্কুটি চালাচ্ছেন স্মৃতি ইরানি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্কুটি চালাচ্ছেন স্মৃতি ইরানি।

author-image
Aniket
New Update
smriti irani scoty

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে এবার একটি স্কুটার র‌্যালি বের করলেন তিনি। কেশকাল থেকে র‌্যালি কোন্ডাগাঁও পর্যন্ত চলবে। ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিও ভাইরাল হতেই স্মৃতি ইরানির ভক্তদের মধ্যে শোরগোল শুরু হয়েছে। দেখুন ভিডিও-

hiring 2.jpeg