/anm-bengali/media/media_files/DgOhQCEczHLkuF3x5Nq6.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সাংসদ হিসেবে নিজের পদ ফিরে পাওয়ার পর আজ সংসদে মণিপুর ইস্যু নিয়ে আলোচনা এবং মোদি সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতা এবং সাংসদ রাহুল গান্ধী। সেখানে তিনি মণিপুরের হিংসা এবং মহিলাদের উপর হওয়া অত্যাচার নিয়ে কথা বলতে গিয়ে জানান, 'ভারত আমাদের জনতার আওয়াজ মনের আওয়াজ। সেই আওয়াজের হত্যা আপনি মনিপুরে করেছেন। এর অর্থ ভারতমাতার হত্যা আপনি মনিপুরে করেছেন। মনিপুরের মানুষদের হত্যা করে গোটা ভারতের হত্যা করেছেন'। এই নিয়ে সংসদে তুমুল হইচই শুরু হয়ে যায়।
এরপরেই বক্তব্য রাখেন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, 'ভারতমাতার হত্যার কথা ভারতের ইতিহাসে এই প্রথম বলা হল। ভারত মাতার হত্যার কথা যারা বলে তারা কখনও টেবিল বাজিয়ে কথা বলে না। কংগ্রেস টেবিল বাজিয়ে ভারতমাতার হত্যার কথা বলেছে'।
#WATCH | Union Minister and BJP MP Smriti Irani says, "Bharat maa ki hatya ki baat karne wale kabhi bhi mez nahi thapthapate. Congressiyo ne baith kar maa ki hatya ke liye mez thapthapaai hai..." https://t.co/Nay92GDe4kpic.twitter.com/uAPE2YQIRN
— ANI (@ANI) August 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us