চলে গেলেন রাহুল! নেই সোনিয়া! 'দুর্ভাগ্য', বললেন স্মৃতি

নারী সংরক্ষণ বিল নিয়ে এবার মুখ খুললেন স্মৃতি ইরানি। একহাত নিলেন সোনিয়া গান্ধীকে। রাহুলকেও ছেড়ে কথা বললেন না। সমর্থন না করায় তোপের মুখে কংগ্রেস।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
sdss

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মোদী সরকারের নারী সংরক্ষণ বিলে আপত্তি! কংগ্রেস পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নে আগ্রহী নয়!  কংগ্রেসের আচরণ দুর্ভাগ্য বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাহুল-সোনিয়ার বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন,  "গান্ধী পরিবার শুধুমাত্র তাদের পরিবারের মহিলাদের ক্ষমতায়ন করতে আগ্রহী। তারা দরিদ্র বা দলিত মহিলাদের ক্ষমতায়নে আগ্রহী নয়। এটা দুর্ভাগ্যজনক যে সোনিয়া গান্ধী আজ অনুপস্থিত ছিলেন। তার ছেলেও চলে গেছে যখন বিলের উপর আলোচনা চলছিল। এটা আরও দুর্ভাগ্যজনক যে যখন স্পিকার জিজ্ঞাসা করলেন কে এই বিলটিকে সমর্থন করেছে, তখন বিজেপি এবং এনডিএ সমর্থন করেছিল কিন্তু কংগ্রেস দল তা সমর্থন করেনি।"