/anm-bengali/media/media_files/Ii2Mun4gTIhaAwsoxTpr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভোট প্রচারে গিয়ে এবার কংগ্রেস ও বিআরএসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। আজ শুক্রবার তেলেঙ্গানায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, "কংগ্রেসকে যে কোনও ভোট ভারত রাষ্ট্র সামথির ভোট, কারণ নির্বাচিত কংগ্রেস (Congress) বিধায়করা শেষ পর্যন্ত নির্বাচনের পরে বিআরএসে (BRS) চলে যাবেন। কংগ্রেস এবং দুর্নীতি একই মুদ্রার দুটি দিক। ঠিক যেমন আমরা বিজেপি উত্তরপ্রদেশের আমেঠি থেকে রাহুল গান্ধীকে তাড়িয়েছি এবং তারপর কেরালার ওয়েনাড থেকে, ঠিক সেভাবেই আপনাদের তেলেঙ্গানা থেকে বিআরএসকে তাড়িয়ে দিতে হবে। কালেশ্বরম প্রকল্পে কেসিআর সরকার ৪০,০০০ কোটি টাকা থেকে ১ লক্ষ কোটি টাকা খরচ করেছে, কিন্তু প্রত্যাশিত জমির ৬০ শতাংশও সেচ দিতে ব্যর্থ হয়েছে। যদিও সার্ভিস কমিশন বেকারদের নিয়োগ করতে ব্যর্থ হয়েছে, কেসিআরের পরিবারের সমস্ত সদস্য নিযুক্ত রয়েছেন।“
Telangana | Union Minister Smriti Irani says, "Any vote for the Congress is a vote for the Bharat Rashtra Samthi (BRS), as the elected Congress MLAs will eventually migrate to BRS after elections... Congress and corruption are two sides of the same coin. Just like we (BJP) chased… pic.twitter.com/5Hl6vkgO2r
— ANI (@ANI) October 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us