/anm-bengali/media/media_files/phXE1XqUHEfq0ji9w5pD.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার দিল্লিতে জনসভা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়েও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।
#WATCH | Delhi: If Kejriwal had love for the people of Delhi then why is not accepting the centre's 'Ayushman Bharat' scheme for Delhi's poor people. He built a 'Sheesh Mahal' for himself by spending more than Rs 40 crore but he did not let poor people reap the benefit of… pic.twitter.com/xjL1JHv2QG
এপ্রসঙ্গে তিনি বলেন, "৪০ কোটি টাকারও বেশি খরচ করে মুখ্যমন্ত্রী নিজের জন্য কাঁচের মহল তৈরি করেছেন তাঁর লজ্জা হওয়া উচিত। কারণ যে মুখ্যমন্ত্রী নিজের জন্য এত টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও রাজ্যের নাগরিকদের পানীয় জল ও বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন।"
তিনি আরও বলেন, "কেজরিওয়ালের যদি দিল্লির মানুষের প্রতি ভালোবাসা থাকে, তাহলে কেন তিনি দিল্লির দরিদ্র মানুষের জন্য কেন্দ্রের 'আয়ুষ্মান ভারত' প্রকল্প গ্রহণ করছেন না? তিনি গরিব মানুষকে 'আয়ুষ্মান ভারত'-এর সুফল ভোগ করতে দেননি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us