ফের দেশে রেল দুর্ঘটনা, আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

সাতসকালে দেশে ফের একবার বড় দুর্ঘটনা ঘটে গেল। চমকে গেলেন সকলে।

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার শিরোনামে উঠে এল ভারতীয় রেল। ফের একবার যাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। জানা গিয়েছে, আজ রবিবার সকালে সেকেন্দ্রাবাদ-সিরপুর-কাগজনগর ট্রেনে (Secunderabad-Sirpur-Kagaznagar train) ব্রেক বাইন্ডিং সমস্যার কারণে ধোঁয়া ধরা পড়ে। অন-বোর্ড স্টাফরা তৎক্ষণাৎ ব্রেক ছেড়ে দেয় এবং ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। আগুন বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ-মধ্য রেলের সিপিআরও রাকেশ। সাউথ সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও-র মতে, "এটি কেবল ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা ছিল। ধোঁয়ার কুণ্ডলী ধরা পড়ে। বিবিনগরে ট্রেনটি ১৫ মিনিটের জন্য থামানো হয়েছিল। যদিও খানিক পড়ে ট্রেনটি তার স্বাভাবিক যাত্রা শুরু করে। কোনো আগুন   আজ সকাল সোয়া ৯টার দিকে সেকেন্দ্রাবাদ-সিরপুর-কাগজনগর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।“