/anm-bengali/media/media_files/0d8SBEaM3HY50y78MSJU.jpg)
নিজস্ব সংবাদদাতা: সামনে নির্বাচন, তার আগে দেশে শুরু হয়েছে দল বদলের পালা। ভারতীয় রাজনৈতিকমহলে এই ছবি অবশ্য নতুন নয়. মঙ্গলবার সন্ধ্যায় দল বদল সম্পর্কে তাৎপর্যপূর্ণ কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা স্মৃতি ইরানি। তিনি বলেছেন, "কিছুদিন আগে আমাদের এক ব্যক্তি জগদীশ শেট্টার, আমাদের পিঠে ছুরিকাঘাত করে অন্য শিবিরে (কংগ্রেস) চলে যান। জনগণ সবকিছু জানে। আমি হুবলি-ধারওয়াড়ের মানুষকে বলতে চাই, যারা তাদের ধর্ম, পরিবার বা মতাদর্শের হতে পারেন না, তারা কখনই জনসাধারণের হতে পারেন না।"
A few days ago, one of our men (Jagadish Shettar) backstabbed us and went to the other camp (Congress). The public knows everything. I want to tell the people of Hubli-Dharwad that those who cannot be of their religion, family or ideology, can never be of the public: Union… pic.twitter.com/vcQoHT77DN
— ANI (@ANI) April 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us