Odisha Train Accident : প্রধানমন্ত্রী আসতেই মৃত্যুপুরী বালেশ্বরে উঠল 'মোদী, মোদী শ্লোগান'

মৃত্যুপুরী বালেশ্বর। মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটা এখনও বলা যাচ্ছে না। শুক্রবার রাত থেকে ওড়িশায় যেতে শুরু করেছিলেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, একাধিক নেতারা।

author-image
Pritam Santra
New Update
PM Modi Odisha

নিজস্ব সংবাদদাতাঃ মৃত্যুপুরী বালেশ্বর (Odisa Train Accident)। মৃতের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটা এখনও বলা যাচ্ছে না। শুক্রবার রাত  থেকে ওড়িশায় যেতে শুরু করেছিলেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, একাধিক নেতারা। শনিবার ওড়িশার ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দুর্ঘটনাস্থলে তিনি যাওয়ার পরেই সেখানে উঠেছিল 'মোদী, মোদী' শ্লোগান। যেখানে মৃত্যুর সংখ্যা তিনশো ছুঁইছুঁই সেখানে এরকম শ্লোগান দেওয়া কি খুব জরুরি ছিল? উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী নিজে অবশ্য সে সবে বিশেষ গুরুত্ব দেননি। তিনি তার মতো করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।