ভয়ঙ্কর পথ দুর্ঘটনা-চোখের পলকে সঙ্গে সঙ্গে ছটফট করে মৃত ৬, আহত ৫!

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
accident-1200x560_20201126095622.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ অন্ধ্রপ্রদেশের কৃত্রিভেন্নু মণ্ডলের সীতানাপল্লীতে একটি পথ দুর্ঘটনায় ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কৃত্থিভেন্নুর দিকে যাওয়ার পথে জেলেদের বহনকারী একটি ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনার লরিকে ধাক্কা মারে।

'[';কন

মছলিপত্তনমের ডিএসপি সুবহানি বলেন, "কাঠের গুঁড়ি বহনকারী একটি ট্র্যাক্টরকে ওভারটেক করার সময় মিনি ট্রাকটি কন্টেইনার লরিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছে ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর দুই থেকে তিন কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়।" 

Add 1