নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিহারের আরারিয়া জেলায় এক সহকারী উপপরিদর্শক (ASI)-এর খুনের ঘটনায়, আজ ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/03/13/yngCHNF8zzh84EHwQIR6.jpeg)
গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন— ললিত কুমার যাদব, প্রভু কুমার যাদব, প্রমোদ কুমার যাদব, শম্ভূ যাদব, কুন্দন যাদব ও লালন কুমার যাদব। খুব শীঘ্রই এদেরকে আদালতে পেশ করা হবে। পুলিশ এই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করছে।