Shreyashree Banerjee
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/1hKhUK1LlHyBcKaMpMRe.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা আরও সঙ্কটজনক। সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানানো হয়েছে। এই প্রথম দলগত ভাবে ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে ঘোষণা করা হল। মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে 'রেসপিরেটরি সাপোর্টে' রাখা হয়েছে। চিকিৎসকদের একটি দল ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দলীর কর্মীরা।সূত্রের খবর, অতিরিক্ত ধূমপান করতেন ইয়েচুরি। প্রথমে ফুসফুসের একদিকে সংক্রমণ ধরা পড়েছিল। সেই সংক্রমণ ধীরে ধীরে গোটা ফুসফুসের বাকি অংশেও ছড়িয়ে পড়েছে।
https://x.com/cpimspeak/status/1833390537514049942?t=0Kg-DT-0gcm6S28l06Whuw&s=08
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us