BREAKING : আগামীকাল সারা দেশে মক ড্রিলের নির্দেশ ! পাঞ্জাবের ফেরোজপুরে আগাম সাইরেন বাজিয়ে চললো প্রস্তুতি

পাঞ্জাবের ফেরোজপুরে আজই বাজানো হল মক ড্রিলের সাইরেন।

author-image
Debjit Biswas
New Update
indian army frcgh.jpg

নিজস্ব সংবাদদাতা : আগামীকাল, ৭ই মে, দেশজুড়ে মক ড্রিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। আর এবার এই উপলক্ষে, পাঞ্জাবের ফেরোজপুরে আজই বাজানো হল সাইরেন। এই বিষয়ে ফেরোজপুর সিভিল ডিফেন্সের সাইরেন সিস্টেম অফিসার জগজিৎ সিং জানান, “আজও সাইরেন বাজানো হয়েছে। সীমান্তে উত্তেজনা বাড়ছে, তাই আমাদের এই মক ড্রিলের জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল।”

mock drill

 এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, ''এই মহড়া দেশের প্রতিরক্ষা ও জরুরি পরিস্থিতিতে মোকাবিলার প্রস্তুতির একটি অংশ হিসেবেই আয়োজন করা হয়েছে।''