"ভোটার তালিকার সংশোধনের জন্যই SIR, অপপ্রচার চলছে" — চিরাগ পাসওয়ান

ভোটার তালিকার অনিয়ম সংশোধনের জন্যই SIR, অথচ রাজনৈতিক উদ্দেশ্যে ভুল প্রচার চলছে: চিরাগ পাসওয়ান।

author-image
Aniket
New Update

File Picture

নিজস্ব সংবাদদাতা: SIR (Special Intensive Revision) নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এই বিষয়টি অতিরিক্তভাবে রাজনীতিকরণ করা হচ্ছে এবং জনমনে ভুল ধারণা ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, "SIR-এর পেছনে যে যুক্তি ও প্রক্রিয়া রয়েছে, তা সবার বোঝা উচিত। এটা কোনো রাজনৈতিক হাতিয়ার নয়।" চিরাগ জানান, "মহারাষ্ট্র ও দিল্লি নির্বাচনের পর বিরোধীরা নিজেরাই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিলেন যে ভোটার তালিকায় অনিয়ম রয়েছে। যদি সত্যিই কোনো সন্দেহ থাকে, তবে SIR-এর মাধ্যমেই তা ঠিক করা সম্ভব।" তাঁর মতে, বিরোধীদের অভিযোগ ও বর্তমান আন্দোলনের মধ্যে সাংঘর্ষিক বার্তা রয়েছে, যা SIR-এর উদ্দেশ্যকে বিভ্রান্ত করছে।