/anm-bengali/media/media_files/2025/09/02/gz2s48ma4aahtt4-2025-09-02-22-24-56.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের মাটিতে পা রাখলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তাঁর প্রথম সরকারি ভারত সফরে নয়াদিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি।
/anm-bengali/media/post_attachments/0732459b-695.png)
পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, “ভারতে প্রথম সরকারি সফরে আগত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-কে উষ্ণ অভ্যর্থনা। নয়াদিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি। ভারত ও সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বর্ষ উদ্যাপন করছে। এই সফর দুই দেশের সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।”
কূটনৈতিক মহল মনে করছে, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারে সিঙ্গাপুর একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
MEA tweets, "A warm welcome to PM Lawrence Wong of Singapore as he arrives in New Delhi on his first official visit to India. Received by MoS for Finance Pankaj Chaudhary at the airport. As India and Singapore celebrate 60th anniversary of diplomatic relations, the visit will… pic.twitter.com/6v7EcA04U8
— ANI (@ANI) September 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us