স্বাভাবিক ছন্দে ফিরছে সিকিম

পুনর্নির্মাণ শেষে আজ তিস্তা স্টেজ ৬ ড্যাম ব্যারাজের ডেক খুলে দেওয়া হল।

New Update
ezgif.com-webp-to-jpg - 2023-10-30T103257.481 (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৪ অক্টোবরের সেই ভয়ঙ্কর দিন কাটিয়ে উঠেছে সিকিম। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তারা। যে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল এতোদিন, তা এবার পুনরায় স্থাপন হচ্ছে। এমনই পূর্ব সিকিমের সাথে দক্ষিণ সিকিমের সংযোগকারী সেতু পুনর্নির্মাণ শেষে আজ তিস্তা স্টেজ ৬ ড্যাম ব্যারাজের ডেক খুলে দেওয়া হল।

এই বিষয়ে নামচি জেলা কালেক্টর এম. ভরনি কুমার জানান, “৪ অক্টোবর আকস্মিক বন্যার পরে পুরো এলাকাটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটি তিস্তা স্টেজ ৬ প্রকল্পের ব্যারেজ ডেকের উপরে একটি অস্থায়ী সেতু। ব্যারেজ ডেক গ্যাংটক থেকে নামচি পর্যন্ত সমস্ত অল্প ভার বহনকারী যান চলাচল করবে এই সেতুর ওপর দিয়ে। তবে ৪ মাসের মধ্যে এই ব্যারেজ ডেকের সমান্তরালে একটি স্থায়ী সেতু তৈরি করা হবে। তবে ততোদিন ব্যারাজের ডেকে ভারী যানবাহন চলাচলের অনুমতি থাকছে না”।

 

hiren