চ্যাম্পিয়ন তৈরি করবে সিকিম, তাই তাকে বিশেষ অগ্রাধিকার, জানালেন মোদী

'ভারতকে অলিম্পিকের মঞ্চে পৌঁছাতে সাহায্য করবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: সিকিমের উজ্জ্বল ভবিষ্যতের কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভার্চুয়াল সভা থেকেই মোদী বলেন, “ভারত শীঘ্রই একটি ক্রীড়া পরাশক্তি হয়ে উঠবে। সিকিম এবং উত্তর-পূর্বের যুবসমাজ এই স্বপ্ন পূরণে বিশাল ভূমিকা পালন করবে। সিকিম আমাদের ভাইচুং ভুটিয়ার মতো ফুটবল কিংবদন্তি, তরুণদীপ রাইয়ের মতো অলিম্পিয়ান এবং জসলাল প্রধানের মতো খেলোয়াড় দিয়েছে, যারা দেশকে গর্বিত করেছে। আমাদের লক্ষ্য হল সিকিমের প্রতিটি গ্রাম এবং শহর থেকে একজন করে চ্যাম্পিয়ন তৈরি করা। গ্যাংটকের নতুন ক্রীড়া কমপ্লেক্স চ্যাম্পিয়নদের জন্মস্থান হয়ে উঠবে। খেলো ইন্ডিয়ার অধীনে সিকিম বিশেষ অগ্রাধিকার পেয়েছে। আমার পূর্ণ বিশ্বাস যে সিকিমের তরুণদের শক্তি এবং আবেগ ভারতকে অলিম্পিকের মঞ্চে পৌঁছাতে সাহায্য করবে”।

modiapology