/anm-bengali/media/media_files/yriEQsTHp1eFijehNLqS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ‘খালিস্তান’ ইস্যুতে সংঘাত চরমে উঠল ভারত ও কানাডার (India-Canada) মধ্যেকার সম্পর্কে। এদিকে দুই দেশের মধ্যে এহেন চাপা উত্তেজনা মোটেই ভালো চোখে দেখছে না কূটনৈতিক মহল। এরই মাঝে দুই দেশের সম্পর্ক নিয়ে একপ্রকার বোমা ফাটালেন 'শিখস অব আমেরিকা'র চেয়ারম্যান জেসি সিং (Jesse Singh)। তিনি বলেন, 'গত সপ্তাহে কানাডার সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি। এটা অনেক দিন ধরেই চলছে, খালিস্তানি ইস্যুর কারণে এটা গড়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ট্রুডো ভারতে যা বলেছেন তা অনেক ভারসাম্যপূর্ণ বিবৃতি ছিল। আমি জানি না সে ফিরে আসার পর কী হয়েছিল। যদি তাঁর কাছেও একই তথ্য থাকত, তাহলে তিনি সেখানে থাকাকালীন জনসমক্ষে তা বলেননি কেন? আমি জানি না কী ধরনের রাজনৈতিক খেলা চলছে। দুই দেশই কূটনীতিকদের বহিষ্কার করেছে। কিন্তু ট্রুডো এখনই কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।‘
Sikhs of America Chairman, Jesse Singh says, "The relationship with Canada has not deteriorated just last week. It has been going on, it has been building up because of the Khalistani issue for a long time...What PM Trudeau said in India after meeting with PM Modi was a much… pic.twitter.com/4b7Daiclxy
— ANI (@ANI) September 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us