/anm-bengali/media/media_files/ye3gs17ycRAzNPkuRclg.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ কর্নাটকের বেঙ্গালুরুতে আরসিবি (RCB)-র বিজয় উৎসবের সময়, পদপিষ্ট হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ৩৩ জন। এই মর্মান্তিক ঘটনার পর, কর্নাটক সরকার মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই বিষয়ে সরকারি সূত্রে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক ঘটনা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।” এই দুর্ঘটনার পর রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে।
/anm-bengali/media/media_files/WsRAiJirerN3OG3ZqzSD.webp)
"11 died, 33 injured": Karnataka govt announces Rs 10 lakh compensation for kin of Bengaluru stampede victims
— ANI Digital (@ani_digital) June 4, 2025
Read @ANI Story | https://t.co/biwSfqHPSkpic.twitter.com/5paiPKL0fP
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us