New Update
/anm-bengali/media/media_files/2025/05/11/9hIfCqAWbf6AUfa5EMZd.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও হামলার ১৯ দিন পার। মাঝে পেড়িয়েছে উত্তপ্ত সময়। বদলেছে ভারত-পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি। সংঘর্ষ বেঁধেছে জোরালো। আবার গতকাল মাঝরাত থেকে চলছে সংঘর্ষ বিরতিও। কিন্তু এতোকিছুর মধ্যে যে বিষয়টি অবাককর তা হল ওই ৪ হামলাকারী গেল কোথায়? ২২ তারিখের পর থেকে কোথায় আর কীভাবে গা-ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা? তন্ন তন্ন করে খুঁজেও কেন খোঁজ মিলছে না তাঁদের? আপাতত এই বিষয়টিই ভাবাচ্ছে NIA-এর তদন্তকারীদের। তাই এবার জঙ্গিদের খুঁজতে ময়দানে নামছে SIA।
/anm-bengali/media/media_files/2024/11/07/pPP5UEHiXe1QzPTJI6aT.jpg)
স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা এবার শুরু করলেন তল্লাশি অভিযান। দক্ষিণ কাশ্মীরের কুপওয়ারা, অনন্তনাগ, পহেলগাঁও এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে SIA। কোথায় গা ঢাকা দিতে পারে হামলায় যুক্ত জঙ্গিরা তারই সন্ধান চালাচ্ছেন আধিকারিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us