/anm-bengali/media/media_files/2025/07/10/shubhanshu-shukla_648511f4efc9001473226495b1ee3067-2025-07-10-22-05-21.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার পৃথিবীতে ফেরার নির্ধারিত দিন ছিল আজ, ১০ জুলাই। তবে সেই প্রত্যাবর্তন আপাতত স্থগিত। নাসার তরফে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA) সূত্রে জানা গিয়েছে, শুভাংশু ও তাঁর সহ-অভিযাত্রী স্লায়োজ় উজ়ানস্কি অন্তত ১৪ জুলাইয়ের আগে পৃথিবীতে ফিরছেন না। ফলে প্রশ্ন উঠছে, ঠিক কবে ফিরবেন শুভাংশু?
গত ২৫ জুন Axiom-4 মিশনের অধীনে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন মহাকাশচারী। ২৬ জুন, ২৮ ঘণ্টার দীর্ঘ যাত্রার পর তাঁরা পৌঁছন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। প্রাথমিকভাবে তাঁদের ১৪ দিনের মহাকাশ মিশনের পরিকল্পনা থাকলেও, তা এখন সময়সীমা পেরিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী মোট ৩১টি দেশের হয়ে ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণায় নিযুক্ত। শুভাংশু নিজে ইসরো ও নাসার যৌথ তত্ত্বাবধানে মাইক্রো-গ্র্যাভিটি বিষয়ক ৭টি গবেষণা চালাচ্ছেন। তারই মধ্যে উল্লেখযোগ্য এক সাফল্য - স্পেস স্টেশনের স্টোরেজ ফ্রিজারে মুগ ও মেথির চাষ সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/25/shubhanshu-2025-06-25-07-32-20.jpg)
কেন এই প্রত্যাবর্তন স্থগিত, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে মহাকাশ অভিযানের ক্ষেত্রে আবহাওয়া, প্রযুক্তিগত প্রস্তুতি, অথবা অন্যান্য বৈজ্ঞানিক কারণে সময়সীমা বাড়ানো অস্বাভাবিক নয়।
বিশেষজ্ঞরা বলছেন, শুভাংশু শুক্লার মহাকাশে অতিরিক্ত সময় থাকা তাঁর গবেষণার গভীরতা এবং মান উভয়ই বাড়াবে। তবে দেশে-বিদেশে তাঁর শুভাকাঙ্ক্ষীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক কবে ফিরবেন ‘ভারতের মহাকাশযোদ্ধা’ শুভাংশু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us