ভগবানের কাছে প্রার্থনা করে এখন ছেলের অপেক্ষায় বসে শুভাংশুর মা

'আমরা তার মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shubhanshu mother

File Picture

নিজস্ব সংবাদদাতা: অ্যাক্সিওম ৪ মিশনে মহাকাশযান ড্রাগনকে সফলভাবে স্পেস স্টেশন থেকে আনডক করা হয়েছে গতকাল। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং ক্রুরা আজই অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।

এখন সেই জন্যেই চলছে অপেক্ষা। উত্তরপ্রদেশের লখনউতে, তাঁর মা আশা শুক্লা বলেন, "আমরা খুবই উত্তেজিত। যখন আমরা আনডক করা দেখলাম, তখন আমরা জানতাম যে সে এখন তার বাড়ির পথে। আমরা আমাদের ছেলের জন্য অপেক্ষা করছি। সে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে। আমরা তার মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি। আমরা মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন নিয়েছি। আমরা সুন্দরকাণ্ড পাঠ করেছি। আমরা গর্বিত যে আমাদের ছেলে ইতিহাসে তার নাম লিখিয়েছে। আমরা তাকে জমকালো স্বাগত জানাবো”।